ক) কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও প্রশিক্ষণ প্রদান
খ) উদ্ভাবিত উন্নত ও আধুনিক জাতের মাতৃগাছ সংরক্ষণ ও বংশ বিস্তার/বৃদ্ধির মাধ্যমে
সহজলভ্যকরণ।
গ) ফলজ, বনজ, ঔষুধী, মসলা ও শাক সবজী ফসল চাষাবাদের উপর তুলনামুরখ স্থানীয়
আধুনিক ও প্রয়োজনীয় কলা কৌশল প্রদর্শন।
ঘ) বসত বাড়ীর আঙিনায় মিশ্র ফল বাগান ও বানিজ্যিক ফল বাগান সৃজনে কারিগরী ও
প্রযুক্তিগত সহায়তা প্রদান।
ঙ) মান সম্মত চারা, কলম, বীজ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান।
চ) নার্সারী সৃজনে কারিগরী, অর্থনৈতিক, প্রয়োগীক পরার্মশ প্রদান।
ছ) পুষ্ঠি সচেতনতা বৃদ্ধি ওখাদ্য নিরাপত্তা জোরদারকরণ।
জ) ক্ষতিকারক ও উপকারী পোকা মাকড় সনাত্তকরণ এবং পোকা ও রোগ বালাই দমনে
আই.পি.এম পদ্ধতি অনুসরণ।
ঝ) বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হাতে কলমে চারা কলম করার প্রশিক্ষণ।
ঞ) সবুজ সার প্রস্ত্তত ও প্রয়োগে উদ্ভুদ্ধকরণ ।
ট) কৃষিজ আয় বর্ধনমূলক কর্মকান্ড সম্পর্কে সচেতনকরন এবং সারা বছর কর্মসংস্থান সৃষ্টি
মাধ্যমে দারিদ্র বিমোচনসহ দেশের আত্ন-সামাজিক উন্নয়নে অগ্রগতি ভূমিকা পালন।
ঠ) বিভিন্ন মানসম্মত চারা কলম বিক্রয়।